Confirm Password *
By registering, you agree to the Terms of Service and Privacy Policy . *
Username or email *
Forgot Password
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Sorry, you do not have permission to ask a question, You must login to ask a question.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
Bengali Forum
Bengali forum latest questions, ব্যাঙ্কের কাছে আবেদন পত্রের বিভিন্ন নমুনা | bank letter format in bengali.
You must login to add an answer.
ব্যাঙ্ক ম্যানেজারের কাছে লোন বা ঋণ র জন্য আবেদন:
Indrani Real estate PVT. LTD.
Date. ১০/১২/২০২০
মাননীয় ম্যানেজার
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
প্রিয় মহাশয়,
আমরা আমাদের বর্ধমানের জেলার “বাংলা সাংস্কৃতিক ভবনের” আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছি। এই পরিকল্পনায় ভবনটি শীততাপ নিয়ন্ত্রিত হবে এবং দর্শকের জন্য আরামপ্রদ আসনের ব্যবস্থা করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৫,০০,০০০ টাকা। আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে মাত্র ৩,০০,০০০ টাকা সংগ্রহ করতে পারব, অবশিষ্ট ২,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করতে হবে।
এজন্য আমাদের অনুরােধ,পরিকল্পনাটি রূপায়ণ করতে, আসবাব পত্র ও অন্যান্য জিনিস যন্ত্রাদির জামিনের বিনিময়ে আপনি আমাদের ২,০০,০০০ টাকা ঋণদানের ব্যবস্থা করে সহায়তা করুন। আপনার সম্মতিসূচক চিঠি পেলে আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি পাকা করতে ইচ্ছুক।
ধন্যবাদান্তে,
আপনাদের বিশ্বস্ত ইন্দ্রানী রিয়েল এস্টেটর পক্ষে
শর্মিষ্ঠ ব্যানার্জি
ম্যানেজিং ডিরেক্টর
Add Bengali Forum to your Homescreen!
- Advertisement
- Privacy Policy
- Comment Policy
- Terms & Conditions
Pro Bangla-প্রো বাংলা Informative Portal of Bangladesh
আবেদন পত্র লেখার নিয়ম | দরখাস্ত লেখার নিয়ম
Juyel Ahmed Liton 2 weeks ago Education , Application
আবেদন পত্র লেখার নিয়ম : বাংলা দরখাস্ত কাজের সুবিধার্তে অনেক সময় বিভিন্ন প্রকারের আবেদন পত্র লিখতে হয়। কিন্তু সঠিকভাবে বাংলা দরখাস্ত লেখার নিয়ম জানার অভাবে আমরা এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম জেনে নিতে হয়। বিশেষ ভাবে চাকরি প্রার্থীগণ চাকরির আবেদন বা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে অনেক সমস্যায় পড়েন।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, লজ্জার কারনে এ বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শও নেন না। যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালোমানের দরখাস্ত লেখাও হয় না। এতে করে চাকরির আবেদনটি কর্তৃপক্ষের নিকট পছন্দ হয় না।
আবেদন পত্র লেখার নিয়ম
দরখাস্ত লেখার বিভিন্ন প্রকার ফরমেট রয়েছে। কেউ অফিসের প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, কেউ বা আবার চাকরির দরখাস্ত লিখছেন, আবার শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল-কলেজের প্রধান বরাবরে দরখাস্ত লিখছেন। যদিও কাজের ধরন অনুয়ায়ী আবেদন ভিন্ন ভিন্ন হয় তবে আপনি যদি একটি আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্বে আনতে পারেন, তাহলে যেকোন প্রকারের দরখাস্ত লিখতে অপনার সমস্যা হবে না।
আমরা আজকের আর্টিকেলটি সাজিয়েছি চাকরির আবেদন পত্র লেখার নিয়ম, সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন, স্কুল-কলেজের ছুটির আবেদন, বেতন মওকুফের আবেদন, ব্যাংকের ছুটির আবেদন আবেদন সহ বিভিন্ন প্রফেশনাল আবেদন শেয়ার করব। তারই পিডিএফ ও ডকুমেন্ট ফরমেটে দরখাস্ত লেখার নিয়মাবলী এর কপি আপলোড করে দেব। যার ধরুন আপনি খুব সহজে এই ফাইলগুলো ডাউনলোড করে যেকোন কম্পিউটার থেকে আপনার দরখাস্ত লিখে নিতে পারবেন।
দরখাস্ত লেখার নিয়মাবলী
Application / দরখাস্ত লেখার নির্ধারিত কিছু নিয়ম রয়েছে যা কোন অবস্থাতেই বাদ দেওয়া সম্ভব নয়। আপনি যে কোন প্রকারের আবেদন লিখুন না কেন, আবেদন লেখার সময় নিম্নবর্ণিত নিয়মাবলী মেনে দরখাস্ত লেখা সম্পন্ন করতে হবে।
- আবেদনের তারিখ (যে দিন আপনি আবেদন করবেন তার তারিখ)
- প্রাপক/বরাবর (যার নিকট আবেদন করছেন তার নাম, পদবী ও ঠিকানা)।
- আবেদনপত্রের বিষয়।
- সম্ভাষণ/জনাব/স্যার/ম্যাডাম/মহোদয় ইত্যাদি।
- আবেদনের বিষয়ে গঠনমূলক বিস্তারিত বর্ণনা।
- আবেদনকারীর নাম, ঠিকানা।
আরো পড়ুন: বায়োডাটা লেখার নিয়ম বাংলায় – সিভি লেখার নিয়ম
দরখাস্ত লেখার নিয়ম – দরখাস্ত লেখার নমুনা
কাজের ধরণ অনুযায়ী বাংলা দরখাস্ত লেখার নিয়ম পৃথক পৃথক হয়। সকলের সুবিধার্তে বহুল ব্যবহৃত কিছু দরখাস্তের নমুনা নিচে তুলে ধরলাম।
১। সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর সভাপতি ……………….. উচ্চ বিদ্যালয় কুলাউড়া, মৌলভীবাজার।
বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, গত ০১/০১/২০২১ খ্রিঃ তারিখে “দৈনিক যুগান্তর” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট উপস্থাপন করছি। ১। নামঃ ২। পিতার নামঃ ৩। মাতার নামঃ ৪। বর্তমান ঠিকানাঃ ৫। স্থায়ী ঠিকানাঃ ৬। জন্ম তারিখঃ ৭। জাতীয়তাঃ ৮। জাতীয় পরিচয় পত্র নংঃ ৯। বৈবাহিক অবস্থাঃ ১০। ধর্মঃ ১১। মোবাইল নাম্বারঃ ১২। রক্তের গ্রুপঃ ১৩। শিক্ষাগত যোগ্যতাঃ
১০। অভিজ্ঞতাঃ
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়।
(জুয়েল আহমদ) মোবাঃ +৮৮ ০১৭১০-০০০০০০
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি। ২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি। ৩। চারিত্রিক সনদপত্র। ৪। নাগরিকত্ব সনদপত্র। ৫। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি। ৬। ১০০০ টাকার ব্যাংক ড্রাফট।
ডাউনলোড ডক ফাইল
ডাউনলোড পিডিএফ ফাইল
যোগদান পত্র লেখার নিয়ম দেখুন
২। জরিমানা মওকুফের জন্য আবেদন.
তারিখ-০২/০১/২০২৪ খ্রিঃ বরাবর অধ্যক্ষ মহোদয় মৌলভীবাজার সরকারি কলেজ।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার কলেজের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার পিতার পারিবারিক আর্থিক অনটন ও অসুস্থতার কারনে নির্ধারিত সময়ে কলেজের সকল প্রকার ফী ও বেতন পরিশোধ করতে পারিনি। উল্লেখ্য অবশ্যক যে, আমার পিতা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এবং পিতার আয়ের উপর পরিবারের সকল ভোরণপোষণ খরচ বহন করা হয়।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, আমার পিতার অসুস্থতা ও পরিবারের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া সকল ফী ও বেতন প্রদানের অনুমতি প্রদানে আপনার সদয় মর্জি কামনা করছি।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (জুয়েল আহমদ) শ্রেণী-একাদশ বিভাগ-বিজ্ঞান রোল নং-৯০৯
ডাউনলোড পিডিএফ ফাইল
৩। ছাড়পত্রের জন্য আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর প্রধান শিক্ষক (ক) উচ্চ বিদ্যালয় কুলাউড়া, মৌলভাবাজার।
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন সরকারী চাকরিজীবি। তাঁর বর্তমান কর্মস্থল কুলাউড়া উপজেলা হতে শ্রীমঙ্গল উপজেলায় বদলি হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভব হবে না।
অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা যে, আমার উপরোক্ত সমস্যার বিষয়টি বিবেচনা করতঃ সকল বকেয়া বেতন ও ফি পরিশোধ পূর্বক আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার সদয় মর্জি কামনা করছি।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (জুয়েল আহমদ) শ্রেণী- নবম বিভাগ- বিজ্ঞান রোল নং- ০১
৪। অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর প্রধান শিক্ষক ………… উচ্চ বিদ্যালয় কুলাউড়া, মৌলভীবাজার।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৪/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৪ (চার) দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক বিবেচনা করে আমাকে ০৪ (চার) দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (জুয়েল আহমদ) শ্রেণী-নবম বিভাগ-বিজ্ঞান রোল নং-০১
৫। অফিসিয়াল ছুটির আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর ব্যবস্থাপক পূবালী ব্যাংক লি. কুলাউড়া শাখা, সিলেট।
বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ পূবালী ব্যাংক লিঃ, কুলাউড়া শাখা, মৌলভীবাজার এ অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ০১/০১/২০২৪ খ্রিঃ তারিখ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিনের ছুটি ভোগ করা একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোল্লিখিত বিষয়টি বিবেচনাক্রমে ০৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (জুয়েল আহমদ) অফিসার পূবালী ব্যাংক ব্যাংক লিঃ কুলাউড়া শাখা, মৌলভীবাজার।
৬। অগ্রিম ছুটির আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর প্রধান শিক্ষক (ক) উচ্চ বিদ্যালয় কুলাউড়া, মৌলভীবাজার।
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আগামী ০১/০১/২০২৪ খ্রিঃ তারিখ আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোল্লিখিত বিষয়াদি বিবেচনাপূর্বক আমাকে ০৩ (তিন) দিনের অগ্রিম ছুটি প্রদান করতে আপনার মর্জি হয়।
৭। অফিসিয়াল ছুটির আবেদন ( অনুপস্থিতির)
তারিখ-০৬/০১/২০২৪ খ্রিঃ বরাবর ব্যবস্থাপক পূবালী ব্যাংক লিঃ ………………… শাখা, মৌলভীবাজার।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ পূবালী ব্যাংক লিঃ, কুলাউড়া শাখা, মৌলভীবাজার এর একজন অফিসার। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৫/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ৫ (পাঁচ) দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (…………………) অফিসার পূবালী ব্যাংক লিঃ কুলাউড়া শাখা, মৌলভীবাজার।
কিভাবে সাধারণ ডায়েরী বা জিডি আবেদন লিখবেন তার নমুনা নিচে দেখানো হলো।
৮। জাতীয় পরিচয়পত্র হারানোর জিডি লেখার নিয়ম
তারিখ: (আবেদনের তারিখ লিখুন) বরাবর, অফিসার ইনচার্জ থানার নাম (আপনার থানার নাম লিখুন) উপজেলা, জেলা। (আপনার উপজেলা ও জেলার নাম লিখুন)
বিষয়ঃ সাধারণ ডায়েরির জন্য আবেদন।
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার নাম (বয়স), পিতা/স্বামীঃ (পিতা বা স্বামীর নাম লিখুন) গ্রামঃ (গ্রামের নাম লিখুন), ডাকঘরঃ (আপনার ডাকঘরের নাম লিখুন), উপজেলাঃ (আপনার উপজেলার নাম লিখুন) জেলাঃ (জেলার নাম লিখুন)। আমি থানায় হাজির হয়ে এই মর্মে লিখিতভাবে জানাচ্ছি যে, গত (হারানোর তারিখ লিখুন) তারিখে আমার নিজ বাড়ি বা (যেকোন একটি স্থানের নাম লিখুন) আসার পথে আমার জাতীয় পরিচয়পত্র কার্ডটি হারিয়ে ফেলি। জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড নম্বর- (আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখুন) সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুজি করেও পাচ্ছি না। এমতাবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করতে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক এখানে আপনার স্বাক্ষর (এখানে আপনার নাম) মোবাইলঃ (এখানে আপনার মোবাইল নম্বর লিখুন) ঠিকানাঃ (এখানে আপনার ঠিকানা লিখুন)
ডাউনলোড সাধারণ ডায়েরী আবেদনের ডক ফাইল
ডাউনলোড সাধারণ ডায়েরী আবেদনের পিডিএফ ফাইল
উপরের আবেদনে লাল অংশটুকু কেটে আপনার তথ্য প্রদান করে সাধারণ ডায়েরির আবেদনটি সম্পূর্ণ করবেন।
৯। চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
ছাত্র জীবন শেষ করতে না করতেই শুরু হয়ে যায় চাকরির তথ্য খোজে আবেদন করা। তখনই প্রয়োজন হয় চাকরির আবেদন পত্র লেখার নিয়ম। চাকরির আবেদন লেখার নিয়ম সম্পর্কে আজকে দরখাস্ত লেখার নিয়ম আর্টিকেলের এ অংশে আমার শিখে নিবো কিভাবে চাকরির আবেদন পত্র লেখতে হয়।
চাকরির আবেদন পত্র নমুনা
বরাবর, মানব সম্পদ বিভাগ আনন্দ স্কুল (গণ-শিক্ষা প্রকল্প) হাউজ-৮৭, রোড-১৩/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
বিষয়ঃ ‘উপজেলা শিক্ষা পরিদর্শক’ পদের জন্য আবেদন।
জনাব, যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন এই যে, গত ২০/০৫/২০২২ তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, উপজেলা শিক্ষা পরিদর্শক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী হিসাবে আমি আমার শিক্ষাগত যোগ্যতাসহ পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত উপস্থাপন করছিঃ ক) প্রার্থীর নাম : খ) মাতার নাম : গ) পিতার নাম : ঘ) বর্তমান ঠিকানা : গ্রাম- ………….., ডাকঃ ………….., উপজেলা-………….., জেলাঃ ………….. ঙ) স্থায়ী ঠিকানা : গ্রাম- ………….., ডাকঃ ………….., উপজেলা-………….., জেলাঃ ………….. চ) জন্ম তারিখ : ছ) ধর্ম : জ) বৈবাহিক অবস্থা : ঝ) রক্তের গ্রুপ : ঞ) জাতীয়তা : ট) জাতীয় পরিচয় পত্র নং : ঠ) মোবাইল নং : ড) শিক্ষাগত যোগ্যতা :
অতএব বিনীত প্রার্থনা এই যে, উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা বিবেচনা পূর্বক উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়।
(আপনার নাম লিখুন)
সংযুক্তি ১। পাসপোর্ট সাইজের রঙিন ছবি -০১ কপি। ২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি। ৩। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।
Job Application Simple
To The Country Director Lepra Bangladesh Flat A1, House- 80, Road No- 07, Block- H Banani Dhaka- 1213
Subject: Application for the position of “Health and Social Welfare Assistant” .
With due respect that in response to “Prothom Alo” Posting date 13.10.2013. you are looking for “Health and Social Welfare Assistant” for your organization. I am confident enough to give you the optimum satisfaction to carry out all over responsibilities and challenges as required by the position,
Therefore, I would like to offer myself as a candidate for the same and my CV & cover letter enclose herewith for your kind information and justification. I believe that if you give me an opportunity than I can prove myself as a worthy candidate for the position as you are looking for.
Sincerely yours
Signature: (your name here)
সরকারি চাকরির আবেদন ফরম নমুনা
সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমের নমুনা নিচে দেওয়া হলো।
চাকরির আবেদন পত্রের নমুনা ডাউনলোড করুন
- ডাউনলোড সাধারণ চাকরির আবেদন পত্র ডক ফাইল (বাংলায়)
- ডাউনলোড সাধারণ চাকরির আবেদন পত্র পিডিএফ ফাইল (বাংলায়)
- ডাউনলোড সাধারণ চাকরির আবেদন পত্র ডক ফাইল (ইংরেজি)
- ডাউনলোড সাধারণ চাকরির আবেদন পত্র পিডিএফ ফাইল (ইংরেজি)
- সরকারি চাকরির নির্ধারিত আবেদন ফরম ডক ফাইল
- সরকারি চাকরির নির্ধারিত আবেদন ফরম পিডিএফ ফাইল
উপরে ছাত্রজীবন এবং চাকরি জীবনে প্রয়োজনীয় ০৯ টি আবেদন পত্র লেখার নিয়ম তুলে ধরেছি যার মাধ্যমে আপনি অনায়াসে শিখে নিতে পারবেন। বাস্তব জীবনে আপনার প্রয়োজনে নিজেই লিখে নিতে পারবেন।
- Stumbleupon
About Juyel Ahmed Liton
Related Articles
আজকের আরবি কত তারিখ ২০২৪ | আজ আরবি মাসের কত তারিখ
9 minutes ago
ডিভি লটারি আবেদন ২০২৪
2 weeks ago
উপবৃত্তি আবেদন ফরম পূরণ করার নিয়ম ২০২৪
যারা চাকুরির আবেদন পত্র লেখার বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শটুকু না নিয়ে কিছু না জেনেই আবেদন পত্র লিখেন তারা কিন্তু দিনশেষে রিজেক্টেড হওয়ার আশংকায় ভোগেন। এই আশংকা থেকে রেহাই পেতে আজকের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে বুঝুন।
এত এত আবেদন পত্র লেখার ফরম্যাট সব একসাথে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও কিছু সংগ্রহে থাকলে দিলে উপকৃত হবো ইনশাল্লাহ।
জন্ম নিবন্ধন অনলাইন না হওয়ায় এডমিশন এর অনুমতি চেয়ে দরখাস্ত কীভাবে লিখতে হবে কেউ কী সাহায্য করবেন দয়া করে??
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
বাংলায় আবেদন পত্র লেখার নিয়ম (নমুনা সহ)
বাংলায় আবেদন পত্র বা দরখাস্ত লিখার নিয়ম সম্পর্কে জানতে চাইলে আপনি সঠিক যায়গায় এসেছেন। এই আর্টিকেলটিতে আমি জানাব কীভাবে বাংলা ভাষায় আবেদন পত্র লিখতে হয়, এর উপাদান কী কী ইত্যাদি।
আপনি একজন স্কুল ছাত্র বা একজন কর্মচারী, ছুটির আবেদন লেখা একটি দক্ষতা যা আপনাকে অবশ্যই জানতে হবে। যদিও আমরা জানি যে একজনকে একটি আনুষ্ঠানিক সুরের পাশাপাশি একটি সুনির্দিষ্ট কাঠামো রাখতে হবে, এই নথির অনেক উপাদান রয়েছে যা প্রায়শই উপেক্ষা করা হয়।
ফরম্যাট এবং এর মূল উপাদানগুলি বোঝা গুরুত্বপূর্ণ যাতে আপনি এটিকে ভালভাবে লিখতে পারেন। এই ব্লগের মাধ্যমে, আমরা কিছু সহায়ক নমুনা সহ আবেদনের গঠন, বিন্যাস এবং উপাদানগুলির উপর একটি বিস্তারিত আলোচনা করা হবে।
আবেদন পত্র কী?
আবেদনপত্র হল একটি চিঠি যা আমাদের দৈনন্দিন কাজের বিভিন্ন উদ্দেশ্যে লেখা যা ঘরোয়া বা পেশাদার হতে পারে। এটি একটি কর্তৃপক্ষ কর্তৃক প্রেরকের উপর প্রদত্ত দায়।
- এই ধরনের দায়বদ্ধতার ক্ষেত্রে প্রেরকের কাছ থেকে প্রত্যাশিত হয় যে তিনি নির্দিষ্ট চলমান/আসন্ন কার্যক্রম, ইভেন্ট, প্রক্রিয়া বা পদ্ধতি সম্পর্কে প্রাক-প্রমাণিক প্রাপককে ব্যাখ্যা, অবহিত/প্রাক-অবহিত করবেন।
- এটি একটি লিখিত অনুরোধ যখনে সাহায্য, ভর্তি, চাকরি, সুবিধা, তথ্য, অনুমতি, সার্ভিস ইত্যাদির জন্য লিখিত হয়৷ যখন প্রয়োজন হয় তখন আবেদনপত্র একটি সহকারী নথি৷
- চাকরীর জন্য দরখাস্ত, কভার লেটার নামে পরিচিত। একটি আবেদনপত্র মূলত একটি আনুষ্ঠানিক ধরনের চিঠি কারণ এটি একটি পূর্বনির্ধারিত বিন্যাস অনুসরণ করে যা বেশিরভাগ ধরনের আবেদনপত্রের ক্ষেত্রে প্রযোজ্য।
আবেদনপত্রের ধরন
করার কারণ অনুসারে আবেদন পত্রকে ১১ টি ভাগে ভাগ করা যেতে পারে। সেগুলি হোল-
- ছুটির জন্য আবেদন (স্কুল, কলেজ, চাকুরীক্ষেত্রে ছুটি পাবার জন্য যে দরখাস্ত করা হয়)
- শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফের জন্য আবেদন
- সরকারি ও বেসরকারি চাকরির দরখাস্ত (এটাকে কভার লেটারও বলা হয়)
- Bursary আবেদনপত্র / অনুদানের জন্য আবেদন
- ব্যবসায়িক আবেদনপত্র (ব্যবসার কাগজ, অনুমতি পাবার জন্য)
- ইন্টার্নশিপের আবেদনপত্র
- ঋণের জন্য আবেদন (সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক লোণ পাবার জন্য লেখা হয়)
- স্কুলে পড়ালেখার আবেদনপত্র (পরীক্ষার খাতায় আমারা যে আপ্লিকেশন লিখি)
- শিক্ষা বৃত্তির আবেদনপত্র (উপবৃত্তি)
- ভিসা জন্য আবেদনপত্র (দেশের বাইরে পড়াশুনা, কাজ, ভ্রমন, ও চিকীৎসা ইত্যাদির জন্য)
- সরকারি সেবা পাবার জন্য আবেদন ( মিটার, বিদ্যুৎ, রাস্তাঘাট ইত্যাদি)।
পাঠানোর মিডিয়াম বা মাধ্যমের এর উপর ভিত্তি করে দুই ধরনের ফরম্যাট আছে:
- চিঠির ফরম্যাট
- ই-মেইল ফরম্যাট
আবেদন পত্র লেখার নিয়ম
যারা ব্যবসায়িক চিঠি সম্পর্কে জানেন তাদের জন্য একটি আবেদনপত্র লেখা একটি সহজ কাজ হবে। অন্যান্য আনুষ্ঠানিক আবেদনপত্র বিভিন্ন ফরম্যাট অনুসরণ করে যার বিভিন্ন মাত্রার পার্থক্য রয়েছে।
যেমন ব্লক, ফুল ব্লক, সেমি-ব্লক বা পরিবর্তিত সেমি-ব্লক style। নির্দিষ্ট সেটিংসে আপনাকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে একটি আবেদনপত্র লেখার নির্দেশিকা দেওয়া হতে পারে।অন্যথায় পরামর্শ অনুযায়ী আবেদনপত্র লেখা যেতে পারে।
কোন প্রশাসনিক কাজ করতে হলে আবেদন পত্রের প্রযোজন হয়। আবেদন পত্র এখন আর হাতে হাত হস্তান্তর হয় না। এগুলো এখন ইমেইলের মাধ্যমে হস্তান্তর করা হয়। প্রযুক্তির কারণে আবেদন পত্রের ব্যবহার অনেক কমে গেছে।
এর পরেও সরকারি ও বেসরকারি কাজে আমরা আবেদন পত্র লিখে থাকী। আবেদন পত্র লেখার কিছু নিয়ম কারুন রয়েছে।আমদের সেই নিয়মগুলো জেনে নেওয়া উচিত।
- ধাপ ১: সবার উপরে তারিখ লিখতে হবে।
- ধাপ ২: প্রাপকের নাম, পদবী এবং ঠিকানা লিখতে হবে।
- ধাপ ৩: এর নিচেেআপনার আবেদনের বিষয় লিখতে হবে।বিষয় আপনার আবেদনের মূল অংশ।
- ধাপ ৪: লেখার নিচে জনাব/জনাবা শব্দটি লিখতে হবে।
- ধাপ ৫: এরপর আপনার আবেদন পত্রটি যে বিষয়ে তার উপরে সংক্ষিপ্ত আকারে গঠনমূলকভাবে বর্ণনা করতে হবে।
- ধাপ ৬: সংক্ষিপ্ত বর্ণনা লেখার পরে বিনীত বা ইতি কথাটি লিখতে হবে।
- ধাপ ৭: আপনার নাম অর্থাৎ আবেদনকারীর নাম ও ঠিকানা দিতে হবে।
- ধাপ ৮:এখন আপনার আবেদনটি একটি সুন্দর খামের মাধ্যে রেখে প্রাপকের নিকট পাঠাতে হবে।
আবেদনপত্র লেখার জন্য টিপস
১. একটি রূপরেখা ও খসড়া তৈরি করুন.
আপনি লিখতে শুরু করার আগে আপনার আবেদনের একটি রূপরেখা তৈরি করুন। আপনি কী চান বা প্রয়োজনে দরখাস্ত লিখছেন তা ঠিক করুন।
আপনার প্রয়োজন হতে পারে এমন জিনিসগুলির একটি তালিকা প্রস্তুত করুন। এটি আপনার সময় এবং শক্তি সাশ্রয় করবে।
খসড়া তৈরির সময় ব্যাকরণগত ভুল, বিরাম চিহ্ন, বানান, বাক্যের গঠন বা শব্দ সীমা নিয়ে চিন্তা করবেন না। আপনি যদি একটি নির্দিষ্ট ফরম্যাট সম্পর্কে নিশ্চিত না হন তবে একাধিক ফর্ম্যাট তৈরি করুন এবং দেখুন কোনটি সেরা।
২. প্রাপকে সম্বোধন করার নিয়ম
- প্রাপকে সাথে আপনার অনানুষ্ঠানিক সম্পর্ক না থাকলে শুধুমাত্র ব্যক্তির সম্পূর্ণ নাম ব্যবহার করা অব্যবসায়ী। অভিবাদন এর শেষে একটি কমা প্রয়োজন - জনাব আব্দুল হাকীম।
- প্রাপকে সাথে আপনার অনানুষ্ঠানিক সম্পর্ক থাকলে, তাকে প্রিয় লিখে সম্বোধন করতে পারেন ও শেষে সন্মান সূচক পদবী ব্যাবহার করতে পারেন। যেমনঃ প্রিয় আব্দুল হাকীম স্যার।
- একাধিক প্রাপক থাকলে আপনাকে 'প্রিয় স্যার/ম্যাডাম' ব্যবহার করতে হবে
- ভিন্ন লিঙ্গের শুধুমাত্র দুজন প্রাপক থাকলে, আপনাকে 'প্রিয় আব্দুল হাকীম এবং মিস সুমাইয়া আক্তার' ব্যবহার করতে হবে।
- যদি প্রাপকের নাম না জানা থাকে তবে কেবল লিখুন, 'প্রিয় স্যার/ম্যাডাম' বা 'সন্মানিত প্রধান শিক্ষক'।
৩. সুনির্দিষ্ট এবং সংক্ষিপ্ত আকারে লিখুন
রিসিভারের হাতে বেশি সময় নাও থাকতে পারে। প্রথম অনুচ্ছেদে চিঠির উদ্দেশ্য উল্লেখ করুন । প্রথম অনুচ্ছেদে আপনার মন্তব্য এড়িয়ে চলুন ও সিরিয়াল অনুযায়ী তথ্য দিন।
৪. সৌজন্য বজায় রেখে লিখুন
সৌজন্য মানে অভিবাদন লেখা নয়, এর মানে হল আপনি প্রাপককে গুরুত্বের যোগ্য মনে করেন। যুক্তিযুক্ত, সৌহার্দ্যপূর্ণ হন এবং চিঠিটি সম্বোধন করার জন্য একটি আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করুন। কোনো অপভাষা বা দ্বৈত অর্থের শব্দ ব্যবহার করবেন না।
৫. হাতে লেখা টাইপিং এবং প্রিন্টিং এর নিয়ম
সাধারণত ব্যবহৃত ফন্টগুলি যেমন এরিয়াল বা টাইমস নিউ রোমান ব্যবহার করুন কারণ এগুলো চোখে সহজ। অভিনব ফন্ট ব্যবহার করবেন না যা অন্য ব্যক্তি পড়তে সক্ষম নাও হতে পারে।
প্রয়োজন অনুসারে ফন্টের সঠিক আকার ব্যবহার করুন।
হাতে লেখা হলে- নিশ্চিত করুন যে আপনি চিঠিটি সুন্দর ও কাটাকাটি মুক্ত ভাবে লিখছেন, অক্ষরগুলি ফাঁকা, সমানভাবে সারিবদ্ধ রাখুন এতে এটি পড়তে সহজ হবে।
৬. আনুষ্ঠানিক সমাপনী অভিবাদন জানান
সমাপনী অভিবাদন চিঠির স্বরের সাথে মিলিত হওয়া উচিত। একটি আনুষ্ঠানিক অভিবাদন বিনয়ী, বিনয়ী এবং প্রাপকের প্রতি শ্রদ্ধাশীলতা প্রদর্শন করুন। যেমন 'আপনার একান্ত নিবেদিত', 'বিনীত নিবেদক' আপনার অনুগত' 'আপনার বিশ্বস্ত', ইত্যাদি।
৭. প্রুফরিডিং
একটি চিঠি প্রুফিং মানে কোন ত্রুটি দেখতে চিঠি পড়া। আপনি যদি কোনও ভুল মিস করেন তবে আপনি নিজের কাছে জোরে জোরে পড়ে সেগুলি সংশোধন করতে পারেন।
বানান পরীক্ষা করুন, ত্রুটিগুলি সম্পাদনা করুন, কখনও কখনও আমরা ভুলগুলি মিস করি। এগুলি লক্ষ্য রাখুন।
দরখাস্ত লেখার ফরম্যাট
অফিসের জন্য ছুটির আবেদনে কী অন্তর্ভুক্ত করতে হবে (লেটার ফরম্যাট).
এইচআর ম্যানেজার বা আপনার সুপারভাইজারকে চিঠির বিন্যাসে ছুটির আবেদনের খসড়া তৈরি করার সময় কিছু বিভাগ অন্তর্ভুক্ত করা অপরিহার্য।
- প্রাপকের নাম এবং ঠিকানা: চিঠিটি সংশ্লিষ্ট একজন ব্যক্তির নাম এবং ঠিকানা যোগ করুন।
- সাবজেক্ট লাইন: আপনার সাবজেক্ট লাইনে 'লিভ অ্যাপ্লিকেশান' যোগ করুন অন্যান্য বিবরণের সাথে (যদি প্রয়োজন হয়)
- অভিবাদন: প্রাপকের নাম যোগ করুন। আপনি যদি ব্যক্তিটিকে শনাক্ত করেন তবে শুধুমাত্র প্রথম শিরোনাম ব্যবহার করুন।
- মূল অংশ: আপনাকে অবশ্যই আপনার অনুপস্থিতির উদ্দেশ্য, আপনার অনুপলব্ধতার সময়কাল, সহকর্মীর নাম উল্লেখ করতে হবে যিনি আপনার কাজ এবং যোগাযোগের স্থানটি দেখবেন (মোড এবং সময় উপলব্ধতা)
- ধন্যবাদ নোট : ছুটি স্বীকার করার জন্য পাঠককে ধন্যবাদ
- কমপ্লিমেন্টারি ক্লোজিং : শুধুমাত্র আনুষ্ঠানিক সমাপ্তি যোগ করুন।
- নাম: আপনার পুরো নাম যোগ করুন।
- চাকরির অবস্থান: আপনার চাকরির শিরোনাম যোগ করুন। এটি একটি ঐচ্ছিক ক্ষেত্র।
- তারিখ: আবেদন প্রত্র প্রদানের তারিখ যোগ করুন
অফিসের জন্য ছুটির আবেদনে কী অন্তর্ভুক্ত করতে হবে (ইমেল ফর্ম্যাট)
এইচআর ম্যানেজার বা আপনার ম্যানেজারের কাছে একটি ইমেল ফরম্যাটে ছুটির আবেদনের খসড়া তৈরি করার সময় কিছু বিভাগ অন্তর্ভুক্ত করা অপরিহার্য।
- সাবজেক্ট লাইন - আপনার সাবজেক্ট লাইনে অন্যান্য বিবরণ সহ 'লিভ অ্যাপ্লিকেশান' যোগ করুন (যদি প্রয়োজন হয়)
- অভিবাদন- প্রাপকের নাম যোগ করুন। আপনি যদি ব্যক্তিটিকে শনাক্ত করেন তবে শুধুমাত্র প্রাথমিক শিরোনাম ব্যবহার করুন।
- মূল অংশ - আপনাকে অবশ্যই আপনার অনুপস্থিতির কারণ, আপনার অনুপলব্ধতার সময়কাল, আপানর ঊর্ধ্বতন কর্মকর্তার বা সহকর্মীর নাম উল্লেখ করতে হবে যিনি আপনার কাজ এবং যোগাযোগের দেখবেন।
- ধন্যবাদ নোট - ছুটি বিবেচনা করার জন্য পাঠককে ধন্যবাদ
- কমপ্লিমেন্টারি ক্লোজিং - শুধুমাত্র আনুষ্ঠানিক সমাপনী যোগ করুন।
- নাম - আপনার পুরো নাম যোগ করুন।
- চাকরির ডেজিগনেশন (ঐচ্ছিক) - আপনি আপনার ডেজিগনেশন ও ডিপার্টমেন্ট অন্তর্ভুক্ত করতে পারেন
সঠিকভাবে আবেদ পত্র লেখার নমুনা নিচে তুলে ধরা হলো
তারিখ:০১/০৯/২০২২ ইং বরাবর প্রধান শিক্ষক, আদর্শ মহা বিদ্যালয়, যাত্রাবাড়ি, ঢাকা ১২৩৪
বিষয়: অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।
বিনীত নিবেদন এই যে, (বিষয় ভিত্তিক বিবরণ লিখতে হবে)...........
……………………………………………………………………………
…………………………………………………………………………….
বিনীত নিবেদক আপনার নিয়মিত ছাত্র আপনার সম্পূর্ণ নাম শ্রেণীঃ যে ক্লাসে পড়েন রোলঃ আপনার রোল নাম্বার
আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে শেষ মন্তব্য
আবেদনপত্র সঠিক ভাবে লিখতে হলে আপনি উপরের দেওয়া ধাপ ও নমুনাটি অনুসারণ করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
শেয়ার করুনঃ
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
LET’S CONNECT
StudyQuote.IN
The list of favorite articles does not exist yet...
- WB Madhyamik Suggestions
- Class 11 Semester Suggestions
- WB HS Suggestions
- Competitive Exam Notes
- দশম শ্রেনী
- একাদশ শ্রেণী
- দ্বাদশ শ্রেণী
ব্যাঙ্ক ম্যানেজারের কাছে লোন বা ঋণের জন্য আবেদন/দরখাস্ত - Application for Loan
ব্যাঙ্ক ম্যানেজারের কাছে লোন বা ঋণের জন্য আবেদন/দরখাস্ত - Sample Application for Loan
1. application for bank loan in bengali.
The Bank Manager ABC Bank Branch Name Bank Address
আমার নাম __________ ( আপনার নাম), ব্যাংক অ্যাকাউন্ট নম্বর - ____________, আপনার ব্রাঞ্চের একজন গ্রাহক। সম্প্রতি পড়াশুনা/বাড়ি তৈরি( লোনের কারণ) জন্য ₹50,000 ( লোনের পরিমাণ) টাকার প্রয়োজন এবং আমি ব্যাংকের সমস্ত নিয়ম মেনে ঋণ নেওয়ার জন্য প্রস্তুত।
2. Sample Bank Loan Application in English
Respected Sir/Mam,
30 seconds left to download
Post a Comment
চাকরির জন্য আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ)
বাংলায় চাকরির আবেদন কিভাবে করতে হয়। চাকরির জন্য আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ) পেয়ে যাবেন এই পোষ্টের মাধ্যমে। (Job Application Letter)
আমরা যখন কোন চাকুরিতে আবেদনপত্র দিতে যাই তখন অনেক জায়গায় আবেদনপত্রের সাথেই ওই ফরমেটেই জীবনবৃত্তান্ত তুলে ধরতে হয়, এরকম ক্ষেত্রে কিভাবে আবেদনপত্রটি লিখতে হয় এই নিয়েই আজকের আলোচনাটি।
প্রথমেই বরাবর দিয়ে যে কোম্পানীতে আবেদনপত্রটি করব তার ঠিকানাটি দিতে হবে, তারপর বিষয় টি দিতে হবে কিসের জন্য আবেদনপত্র করা হচ্ছে। এরপর মহোদয় দিয়ে এর নিচে আবেদনপত্রের কারনটি তুলে ধরতে হবে। এরপর নিচে জীবন বৃত্তান্ত টি দিয়ে দিতে হবে। এরপর অতএব তুলে ধরতে হবে এবং অতএব এর কথা গুলো দিয়ে এর নিচে তারিখ ও স্বাক্ষর এর জায়গা রেখে যদি বিজ্ঞপ্তিতে সংযুক্তি কপি যা যা চেয়ে থাকে সেগুলো উল্লেখ করে দিতে হবে।
নিম্নে চাকরির জন্য আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ) দেওয়া হলোঃ-
বরাবর, সচিব বিএসটিএসএল হোসাইনস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা) প্লট নং-১০৩, ঢাকা ময়মনসিংহ রোড সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০।
বিষয়ঃ- “কম্পিউটার অপারেটর” পদে চাকুরীর জন্য আবেদন।
মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার সদয় সহানুভূতির জন্য বিনীত নিবেদন এই যে, ২৪ অক্টোবর ২০১৯ইং বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানিতে পারিলাম আপনার অধীনে “পরিচালক” পদে লোক নিয়োগ করিবেন, আমি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী। নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করিলাম।
১। নাম : মোঃ ফখরুল আলম ২। পিতার নাম : মোঃ খুরশেদ আলম ৩। মাতার নাম : মোসাঃ রানুয়ারা বেগম ৪। স্থায়ী ঠিকানা : গ্রাম-……….., পোঃ …………, থানা-…..….., জেলা-………..। ৫। বর্তমান ঠিকানা : বনানী, ঢাকা-১২১৩। ৬। জন্ম তারিখ : ১৪/০২/১৯৮৬ইং (৩৫ বছর ২ মাস ২৩ দিন) ৭। ধর্ম : ইসলাম ৮। জাতীয়তা : বাংলাদেশী ৯। শিক্ষাগত যোগ্যতা : মাস্টারস অব সোশাল সাইন্স (এমএসএস)। ১০। অভিজ্ঞতা : নাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এ অফিসার পদে এপ্রিল ২০১০ইং তারিখ হইতে এখনো কর্মরত আছি। ১১। মোবাইল : ০১৯১১০০০০০০
অতএব মহোদয় সমীপে আমার আকুল আবেদন আমার উপরোক্ত বিবরণ সদয় বিবেচনা পূর্বক আমাকে উল্লেখিত পদে চাকুরী দান করিতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
(মোঃ ফখরুল আলম)
সংযুক্তঃ- ১. ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। ২. সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি। ৩. সকল অভিজ্ঞতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি। ৪. নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। ৫. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ৬. চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি।
নিম্নে আরেকটি চাকরির জন্য আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ) দেওয়া হলোঃ-
বরাবর, পরিচালক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জ।
বিষয়ঃ- মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওথেরাপি বিভাগ) পদে চাকুরীর জন্য আবেদন।
মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার সদয় সহানুভূতির জন্য বিনীত সহকারে নিবেদন এই যে, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানিতে পারিলাম আপনার অধীনে মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওথেরাপি বিভাগ) পদে লোক নিয়োগ করিবেন আমি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী। নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করিলাম।
১। নাম ঃ মোঃ উখরুল আলম। ২। পিতার নাম ঃ মোঃ খুরশেদ আলম। ৩। মাতার নাম ঃ মোসাঃ রানু বেগম। ৪। স্থায়ী ঠিকানা ঃ গ্রাম-হাবাসপুর, পোঃ মনিগ্রাম (৬২৮০), থানা-বাঘা, জেলা-কিশোরগঞ্জ। ৫। বর্তমান ঠিকানা ঃ গ্রাম-হাবাসপুর, পোঃ মনিগ্রাম (৬২৮০), থানা-বাঘা, জেলা-কিশোরগঞ্জ। ৬। জন্ম তারিখ ঃ ১৫/০৬/১৯৯৫ইং ৭। ধর্ম ঃ ইসলাম ৮। জাতীয়তা ঃ বাংলাদেশী ৯। শিক্ষাগত যোগ্যতা ঃ মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওথেরাপি বিভাগ) ১০। অভিজ্ঞতা ঃ ১। ১৮ সপ্তাহ ব্যাপী ইন্টার্নশিপ সম্পন্ন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ২। ৬ মাস ব্যাপী অনারারী সম্পন্ন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ১১। রেফারেন্স ঃ ১। প্রফেসর ডাঃ কাজী মোস্তাক হোসেন, এমবিবিএস (ডিএমসি) এম.ফিল (বিএসএমএমইউ), ক্যান্সার স্পেশাললিস্ট, প্রফেসর এন্ড হেড, রেডিওথেরাপি, ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। মোবাইলঃ । ২। ডাঃ রকিব উদ্দিন আহমেদ, এমবিবিএস, এম.ডি (রেডিওথেরাপি), এসোসিয়েট প্রফেসর, রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। মোবাইলঃ ০১———-।
বিনীত নিবেদক তারিখঃ-
(মোঃ উখরুল আলম)
সংযুক্তঃ- ১. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। ২. সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি। ৩. সকল অভিজ্ঞতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি। ৪. নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। ৫. জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
বরাবর রেজিষ্টার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা-১০০০।
বিষয়ঃ শহীদ স্মৃতি হলের স্থায়ী সুপারভাইজার পদের জন্য আবেদন।
জনাব, বিনীত নিবেদন এই যে, বিশ্বস্ত সূত্রে জানতে পারিলাম আপনার অধিনে ‘‘সুপারভাইজার” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য নি¤েœ পেশ করিলাম।
১। নাম : মোঃ নূর ইসলাম ২। পিতার নাম : মোঃ নজরুল ইসলাম ৩। মাতার নাম : ঝর্ণা আক্তার ৪। বর্তমান ঠিকানা : ২৩/ই, বুয়েট স্টাফ কোয়ার্টার। ৫। স্থায়ী ঠিকানা : গ্রাম/শহরঃ শান্তিপাড়া, পোঃ সৈয়দপাড়া, থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়নগঞ্জ। ৬। বৈবাহিক অবস্থা : বিবাহিত ৭। ধর্ম : ইসলাম ৮। জন্ম তারিখ : ১২/০২/১৯৯২ইং ৯। জাতীয়তা : বাংলাদেশী। ১০। মোবাইল : ০১৫৫৫৮০০০ ১১। জাতীয় পরিচয়পত্র নং : ২৫৫৮৫৮২৩৬ ১২। শিক্ষাগত যোগ্যতা :
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে উক্ত পদে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানে যাবতীয় ব্যবস্থা করিতে মর্জি হয়।
মোঃ নওশাদ ইসলাম
সংযুক্তিঃ ১। সকল সার্টিফিটেকট এর সত্যায়িত ফটোকপি। ২। ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি। ৩। ব্যাংক ড্রাফট এর ক্রমিক নং……………………….
ভিডিও দেখুন- কিভাবে চাকরির আবেদন করতে হয়, বায়োডাটা ও আবেদনপত্র লিখার নিয়ম👇
- ফ্ল্যাট বন্ধকী দলিল লেখার নিয়ম, ফ্ল্যাট বন্ধক চুক্তিপত্র
- চাকরিতে যোগদান পত্রের নমুনা, যোগদানপত্র লেখার নিয়ম
- মাসিক আয়ের সনদপত্র তৈরি করার নমুনা ফরমেট
- ফ্যামিলি সার্টিফিকেট বাংলাদেশ এর নমুনা ফরমেট
Quick Bangla
বিদেশ যাওয়ার বায়োডাটা লেখার নিয়ম ইংরেজি, অংশীদারি ব্যবসার চুক্তিপত্র লেখার নিয়ম, পার্টনারশিপ চুক্তিপত্রের নমুনা, related articles.
কিভাবে গাড়ী বিক্রয়ের চুক্তিপত্র তৈরি করব, Car Sale Deed Format Bangla
রেস্টুরেন্ট চাকরির জন্য সিভি লেখার নিয়ম ইংরেজিতে
ফ্ল্যাট মালিক কমিটির ব্যবস্থাপনা নীতিমালা নমুনা
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন
Leave a reply cancel reply.
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
IMAGES
VIDEO
COMMENTS
All Bangla Paragraph (105) Apurba Dutta Poems (4) Bangla application format (11) Bangla Choto Golpo (7) Bangla dorkhasto lekha (11) Bangla gazal lyrics (8) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) baul gaan lyrics (6) baul song lyrics (6) Bengali antonyms (40) Bengali Essay (105) Bengali letter Writing (11) Bengali lullaby ...
Job Application Simple. Date: To The Country Director Lepra Bangladesh Flat A1, House- 80, Road No- 07, Block- H Banani Dhaka- 1213. Subject: Application for the position of "Health and Social Welfare Assistant" . Dear Sir.
আবেদনপত্র হল একটি চিঠি যা আমাদের দৈনন্দিন কাজের বিভিন্ন উদ্দেশ্যে লেখা যা ঘরোয়া বা পেশাদার হতে পারে। এটি একটি কর্তৃপক্ষ কর্তৃক প্রেরকের উপর ...
তারিখ: যে তারিখে দরখাস্ত বা আবেদন পত্রটি জমা দিবেন সেই তারিখ লিখতে হবে।; বরাবর: যার নিকট দরখাস্ত লেখা হবে আবেদনপত্রে তার পদবী সহ লিখতে হবে।
Letter Writing. ... Application for Bank Loan in Bengali. To, The Bank Manager ABC Bank Branch Name Bank Address. Date : DD/MM/YYYY. ... Sample Bank Loan Application in English. To, The Branch Manager, XYZ BANK. BRANCH ADDRESS . Date:- DD/MM/YYYY. Subject:- Application for a Loan. Respected Sir/Mam,
Bangla application কিভাবে লিখতে হয় কিংবা এর কতগুলো ফরম্যাট আপনাদের সামনে তুলে ধরলে আশা করি আপনারা এখান হতে ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন ...
ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন, Application for a bank statement Quick Bangla August 2, 2022 Last Updated: August 2, 2022 Facebook X LinkedIn Pinterest Messenger Messenger WhatsApp Viber Share via Email Print
How To Write An Application For Bank Statement In Bengali/Bank Statement Application Step By Step Discussion. You Can Write This Application Very Easily.If...
Bangla application format নিয়ে যারা যারা জানতে চেয়েছেন, তাদের জ্ঞাতেই মূলত উক্ত আর্টিকেলটি। এখানে আমরা আবেদন এর প্রচলিত কয়েকটি ফরম্যাট তুলে ধরার চেষ্টা করবো
চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র, Resignation Letter August 2, 2022 ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন, Application for a bank statement